নতুন ভোটার হতে যা যা লাগবেঃ
১। অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
২। নাগরিকত্ব সনদ (তথ্যাদি জন্ম সনদ মোতাবেক হবে)
৩। শিক্ষিত হলে অর্থাৎ পিএসসি/জেএসসি/এসএসসি বা তার বেশি শিক্ষিত হলে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি।
শিক্ষাগত যোগ্যতার সনদের শর্তাদি নিম্নরুপঃ
** ৫ম শ্রেণীর বেশি এবং ৮ম শ্রেণীর কম পড়াশুনা হলে ৫ম শ্রেণী পাশের সনদ দিতে হবে।
** ৮ম শ্রেণীর বেশি কিন্তু এসএসসির কম পড়াশুনা হলে জেএসসি সনদ দিতে হবে।
** এসএসসির বেশী পড়াশুনা হলে এসএসসির সনদ দিলেই হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস